শহীদ হাদি হত্যার প্রতিবাদে নিজ জেলা ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ

শুক্রবার দুপুর আড়াইটা থেকে শহরের কলেজ মোড় এলাকায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

কাজী খলিলুর রহমান, ঝালকাঠি

Location :

Jhalokati
হত্যার প্রতিবাদে নিজ জেলায় মহাসড়ক অবরোধ
হত্যার প্রতিবাদে নিজ জেলায় মহাসড়ক অবরোধ |নয়া দিগন্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে তার নিজ জেলা ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে শহরের কলেজ মোড় এলাকায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

সময়ের সাথে সাথে অবরোধে ছাত্র-জনতার অংশগ্রহণ বাড়তে থাকে। এ সময় শত শত যানবাহন আটকা পড়ে। রোগীবাহী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, জরুরি ওষুধ ও নিত্যপণ্যের কাঁচামালবাহী গাড়ি অবরোধের আওতামুক্ত রাখা হয়েছে।

অবরোধ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ হাজারো ছাত্র-জনতা অংশ নেন।

এ সময় তারা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে।

আন্দোলনকারীরা বলেন, ওসমান হাদির উপর হামলাকারীদের ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করা না হলে শনিবার থেকে পুরো ঝালকাঠি ব্লকেড কর্মসূচি দেয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধা হাদিকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। হত্যাকারীদের ইন্টারপোলের মাধ্যমে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।’

এ সময় এনসিপির জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি, সদস্যসচিব রাইয়ান বিন কামাল, গণঅধিকার পরিষদ ঝালকাঠি জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর প্রমুখ বক্তব্য রাখেন।