বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পাবলিক হলে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।
পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক।
তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অথচ একটি চিহ্নিত মহল গণতান্ত্রিক প্রক্রিয়া বানচালের ষড়যন্ত্র করছে। জাতীয় সংকট সমাধানে নির্বাচনের বিকল্প নেই।’
তিনি আরো বলেন, ‘দলের নাম ভাঙিয়ে যারা দখল ও চাঁদাবাজিতে জড়িত, তাদের ছাড় দেয়া হবে না। বিএনপির কেউ গডফাদার সংস্কৃতি চালু করতে চাইলে তাদের চিহ্নিত করে দল ও আইনের মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো: রমজান হোসেন খান জুয়েল, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, বিএনপি নেতা মো: জয়নাল আবেদিন খোকন, এস.এম. দুলাল, বেগ ফারুক আহাম্মেদ, মো: হারুন-অর-রশিদ, কারিমেল হাকিম শাহিন মুন্সী, সিরাজুল ইসলাম ফকির, আতাউর রহমান আল-আমিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের মো: আব্দুল কাদির প্রমুখ।