খালেদা জিয়া, তারেক রহমান, শাহাবুদ্দিন প্রার্থী

বগুড়া-৬ আসনে জামায়াত প্রার্থীসহ ৭টি আসনে ২৮ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

আসন্ন জাতীয় সংসদ নিরর্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সহ জেলার ৭টি আসনে ২৮জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়া-৬ আসনে জামায়াত প্রার্থীসহ ৭টি আসনে ২৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ
বগুড়া-৬ আসনে জামায়াত প্রার্থীসহ ৭টি আসনে ২৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ |নয়া দিগন্ত

আসন্ন জাতীয় সংসদ নিরর্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সহ জেলার ৭টি আসনে ২৮জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এর মধ্যে রয়েছে (বৃহস্পতিবার পর্যন্ত) বগুড়া-১ আসনে চারজন, বগুড়া-২ আসনে পাঁচজন, বগুড়া -৩ আসনে চারজন, বগুড়া-৪ আসনে চারজন, বগুড়া-৫ আসনে ৬জন, বগুড়া-৬ আসনে ৩জন, বগুড়া-৭ আসনে ২জন ।

এদের মধ্যে বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়া, বগুড়া-৬ আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বগুড়া-১ আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো: শাহাবুদ্দিন সহ বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ।

সর্বশেষ গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনরীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বগুড়া জেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করীমের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন ও মাওলানা আব্দুল হামিদ বেগ, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকারসহ জামায়াত-শিবির নেতৃবৃর্নদ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র উত্তোলন শেষে অপেক্ষমান সাংবাদিকদের আবিদুর রহমান সোহেল বলেন, ৫৪ বছরে কোনো রাজনৈতিক দল জাতির স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি। একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।

বগুড়া-৬ আসনের ভোটাররা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করলে সবাইকে সাথে নিয়ে বগুড়াবাসীর আকাঙ্খা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবো। তিনি বিএনপি মনোনরীত প্রার্থী বিএনরপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানান। সেই সাথে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন।