রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

নিহত শাহীন দুর্গাপুর উপজেলার কিশমতগনকৌড় ইউনিয়নের আড়ইল গ্রামের মরহুম সাইদের ছেলে এবং দেলোয়ার একই গ্রামের আফসার আলীর ছেলে বলে জানা গেছে।

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা

Location :

Durgapur
সড়ক দুর্ঘটনায় নিহত দু’যুবক
সড়ক দুর্ঘটনায় নিহত দু’যুবক |নয়া দিগন্ত

রাজশাহীর পুঠিয়ায় মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুর্গাপুর উপজেলার শাহীন (২২) ও দেলোয়ার (২৪) নামে দু’যুবক নিহত হয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শাহীন দুর্গাপুর উপজেলার কিশমতগনকৌড় ইউনিয়নের আড়ইল গ্রামের মরহুম সাইদের ছেলে এবং দেলোয়ার একই গ্রামের আফসার আলীর ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত দু’যুবক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলটি একটি ভ্যানের সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। তখন বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের নিচে পড়ে গুরুতর আহত হন তারা।

মোটরসাইকেল চালক শাহীনের মাথার ওপর দিয়ে ট্রাকের চাকা চলে গেলে তার মাথা থেঁতলে যায়। অন্যদিকে দেলোয়ারের বুক ও মুখমণ্ডল চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে শাহীন মারা যান। পরে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারও মারা যান।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দু’যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই ওই ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনিব্যবস্থা নেয়া হবে।’