ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম এজাহার নামীয় আসামি রিফাত হাসান উচ্ছ্বাসকে (২৯) গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত উচ্ছ্বাসকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার(১০ জুলাই) বিকেলে ঈশ্বরদী শহরের সেরশাহ রোডের কোবা মসজিদের নিকট একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রিফাত ঈশ্বরদী শহরের মধ্য অরনকোলার রফিকুল হাসান তপন ও আওয়ামী লীগ নেত্রী মাহজ্যাবিন শিরিন পিয়ার ছেলে এবং সাবেক এমপি গালিবুর রহমান শরীফ ও যুবলীগ নেতা শিরহান শরীফ তমালের ভাগ্নে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসম আব্দুন নূর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খানের নির্দেশে, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমারের সার্বিক তত্ত্বাবধানে এবং তার (ওসি) নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলামসহ পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে উচ্ছ্বাসকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, বৈষম্যবিরোধী ছাত্র জনতার একদফা আন্দোলনের সময় রিফাত হাসান উচ্ছ্বাস সরাসরি ছাত্র জনতার উপর হামলা চালিয়েছিল, যার তথ্য প্রমাণ পুলিশের কাছে রয়েছে। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা রয়েছে।