মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে মহান আল্লাহকে কটূক্তিকারী বাউল আবুল সরকার ও তাদের মদদদাতাদের বিচারের দাবিতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ হেফাজতে ইসলাম জেলা শাখার আয়োজনে মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৫ দফা দাবিতে এ শানে তাওহীদ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলামের মানিকগঞ্জ জেলা সভাপতি মুফতি সাঈদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির নায়েবে আমির আব্দুল হামীদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অবশ্যই মহান আল্লাহকে কটূক্তিকারী ভণ্ড আবুল সরকার ও তাদের মদদদাতাদের সর্ব্বোচ শাস্তি দিতে হবে। আবুল ইস্যুতে আলেম ওলামাদের গ্রেফতার করলে তাদের খোলা মাঠে বিচার করা হবে।
তিনি আরো বলেন, ১৭ অক্টোবর ডক্টর ইউনূস সরকার ঘোষিত লালন তিরোদান দিবস বাতিল করতে হবে। দেশে এখন লালনের মূর্তি তৈরি করা হয়েছে, এখন তার পূজা করা হয়। বাউলদের ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধ না করলে ৬৪ জেলায় এক সাথে আন্দোলন ও সমাবেশ করা হবে।
এসময় বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আহমদ আলী কাশেমী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ সালাহউদ্দিনসহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম খতিব ও ইসলামী সমমনা দলের নেতারা।
বক্তারা অবিলম্বে বাউল আবুল সরকারের ফাঁসি ও বাউলদের সকল গানের আসর বন্ধের দাবি জানান।
উল্লেখ্য গত ২২ অক্টোবর বাউল আবুল সরকারের সমর্থক ও তৌহিদী জনতার মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে সদর থানায় বাউলদের পক্ষে তৌহিদী জনতার নামে একটি মামলা হলে ফুঁসে ওঠে জনতা। এতে এলাকায় উত্তেজনা দেখা দেয়।



