নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে মোমেনা (৩৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
সোমবার (২১ জুন) সকালে উপজেলার সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের হানিফ মাস্টারের অনুসারীদের সাথে ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী এরশাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। হানিফ মাস্টার অনুসারীদের ওপর ভোরে ঘুমন্ত অবস্থায় অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষ এরশাদের বিরুদ্ধে। এ ঘটনায় অনেকে হাতহত হয়েছে বলে জানা গেছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার (ক্রাইম অ্যান্ড অপস্) জানান, সকালে রায়পুর চরাঞ্চলে দু’গ্রামের মধ্য সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হবে।