ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক হত্যা মামলায় গ্রেফতার জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে রোববার (৫ অক্টোবর) দুপুরে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক হত্যা মামলায় গ্রেফতার সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

রোববার (৫ অক্টোবর) দুপুরে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে পৌর শহরের কাচারিপাড়াস্থ পৌর মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের টিএ রোড, মাদরাসা মোড়, সদর হাসপাতাল রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলি মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মুফতি মোবারক উল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা খালিদ সাইফুল্লাহ, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা জাকারিয়া খান, মাওলানা মেহেদী হাসান ও মাওলানা রহমত উল্লাহ কাসেমী প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরী তার ক্ষমতার সময় ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে অস্থির পরিবেশ সৃষ্টি করেছিলেন। ২০১৬ ও ২০২১ সালে তার নির্দেশে সরকার বাহিনী ও দলীয় সন্ত্রাসীরা জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদরাসায় হামলা চালিয়ে বহু ছাত্রকে হত্যা করে—এমন অভিযোগ করেন বক্তারা।

তারা আরো বলেন, এসব হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধের শামিল। বক্তারা মোকতাদির চৌধুরী ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক বিচার ও ফাঁসির দাবি জানান।

হেফাজতের নেতারা অভিযোগ করেন, সরকারি মহলের সহায়তায় আসামিকে জামিন দেয়ার চেষ্টা চলছে। এ ধরনের ষড়যন্ত্র হলে সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।