ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাই এলবার্ট ডেবিট রকি (২৫) ও এলবার্ট ডেবিট সেন্টু (৪০) কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস অভিযুক্তদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গৌরীপুর উপজেলার বাড়িওয়ালাপাড়ার এলবার্ট ডেবিট বাদলের দুই ছেলে এলবার্ট ডেবিট রকি ও এলবার্ট ডেবিট সেন্টু।
আদালত পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান জানান, রায় ঘোষণার সময় ওই দুই আসামি অনুপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় গৌরীপুর পাটবাজারের টিপু সুলতান জুয়েলার্সে স্বর্ণের দাম নিয়ে দোকানির সাথে আসামিদের বাগ্বিতণ্ডা হয়। ওই সময় দোকানির চাচাতো ভাই জহিরুল ইসলাম মিঠু বিষয়টি মীমাংসা করতে গেলে আসামিরা তার সাথে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে সেন্টু ধারালো চাকু দিয়ে মিঠুর বুকে আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা মিঠুকে গুরুতর অবস্থায় প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন নিহতের বাবা উপজেলা বিএনপির নেতা মো: মোখলেছুর রহমান গৌরীপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা-তর্ক শেষে বিজ্ঞ আদালত আজ বুধবার এ আদেশ দেন। রাষ্ট্র ও অভিযুক্তের পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী হাসিব আহামদ মাহবুবুল আলম ও মো: আকরাম হোসেন।



