মুজিবনগরে ৪ জনকে পুশইন করলো বিএসএফ

বুধবার দুপুরে কাঁটাতারের বেড়া পেরিয়ে আসার পর দারিয়াপুর গ্রাম থেকে আটক করে পুলিশ।

মেহেরপুর প্রতিনিধি

Location :

Meherpur
পুশইন হওয়া চারজন
পুশইন হওয়া চারজন |নয়া দিগন্ত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে চারজনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বুধবার দুপুরে কাঁটাতারের বেড়া পেরিয়ে আসার পর দারিয়াপুর গ্রাম থেকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন পুরুষ ও তিনজন মহিলা।

আটক ব্যক্তিরা হলেন- যশোর কোতোয়ালি থানার মরহুম মশিয়ার রহমানের ছেলে তাহাজ্জেল হোসেন (৩৫), সাতক্ষীরা কালিগঞ্জ থানার হারান সরকারের স্ত্রী সুলতা সরকার (৪২), সাতক্ষীরা শ্যামনগর থানার মহিদুল ইসলামের স্ত্রী মনোয়ারা (৩৫) এবং মাদারীপুর রাজৈর থানার ধ্রুব বারুরীর স্ত্রী তৃপ্তী বারুরী (৩৫)।

আটক ব্যক্তিরা জানিয়েছেন, চিকিৎসার উদ্দেশ্যে অবৈধভাবে তারা ভারতে গিয়েছিল। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছিল। সাজা ভোগ শেষে আজ বুধবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দারিয়াপুর সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে। সীমান্ত এলাকা থেকে হেঁটে এসে দারিয়াপুর বাজারে একটি গাছের নিচে বসে ছিল।

স্থানীয়রা জানায়, বাজারের মানুষের সন্দেহ হলে তাদের বসে থাকার কারণ জিজ্ঞাসা করে। বিএসএফ তাদের ভারত থেকে কাঁটা তারের বেড়া পার করে ঠেলে দিয়েছে বলে জানালে তারা মুজিবনগর থানায় খবর দেয়। থানা থেকে এসআই মেজবা উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, একজন পুরুষ ও তিনজন মহিলাকে বিএসএফ সীমান্ত পার করে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে। তাদেরকে আটক করে থানায় আনা হয়েছে। নাগরিকত্ব যাচাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।