মানুষের আস্থার জায়গাগুলো নষ্ট করে দিয়ে গেছে আ’লীগ : শিবির সভাপতি

জাহিদুল ইসলাম বলেছেন, ‘গত ১৬ বছরে মানুষের আস্থার জায়গাগুলো নষ্ট করেছে আওয়ামী লীগ। আইন-আদালত থেকে শুরু করে পুলিশসহ সকল সেবা প্রদানকারী সংস্থাগুলোকে...

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur Sadar
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম |নয়া দিগন্ত

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘গত ১৬ বছরে মানুষের আস্থার জায়গাগুলো নষ্ট করেছে আওয়ামী লীগ। আইন-আদালত থেকে শুরু করে পুলিশসহ সকল সেবা প্রদানকারী সংস্থাগুলোকে তছনছ করেছে ফ্যাসিস্ট হাসিনা। এখন মানুষের মাঝে আর সেই আস্থাটা নেই যে- মানুষ সুবিচার পাবে।’

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে দিনাজপুর শিশু অ্যাকাডেমি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখা আয়েজিত এক ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবিরের এ শীর্ষ নেতা বলেন, ‘অনেক টাকা-পয়সাওয়ালা অন্যায় করার পরেও পার পেয়ে যাচ্ছেন। আবার অনেক ভুক্তভোগী শাস্তির মুখোমুখি হচ্ছেন। এছাড়া পুলিশকে গুলি করে হত্যাসহ গুম-খুনের মতো ন্যাক্কারজনক কাজে ব্যবহার করা হয়েছে। আমরা চাই এ প্রতিষ্ঠানগুলোর যৌক্তিক সংস্কার হোক। সংস্কারের সময়টা দীর্ঘায়িত না হোক আবার খুব তাড়াহুড়ো করেও নির্বাচন না হোক। যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন চাই।’

তিনি বলেন, ‘যারা আমাদের অপবাদ দিয়েছিল, তারা আজ পালিয়ে গেছে। কিন্তু আমরা রয়ে গেছি। কারণ সত্য কখনো পরাজিত হয় না। আমরা সত্যের পথে কাজ করে যাব। সত্যের জয় হবেই ইনশাআল্লাহ।’

দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মেজবাহুল হক।

দিনাজপুর শহর সেক্রেটারি মাসুদ রানার সঞ্চালনায় ছাত্র সমাবেশে আরো বক্তব্য দেন সাবেক শহর সভাপতি রুহুল আমীন, শামীম হোসেন, রেজাউল ইসলাম, শহর অর্থ সম্পাদক শাহাবুদ্দিন, শহর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বায়েজীদ আহমেদ, শহর মিডিয়া ও প্রচার সম্পাদক শাহজালাল প্রমুখ।

এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে একটি কমিউনিটি সেন্টারে সুধী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির সভাপতি। এছাড়া সন্ধ্যায় তিনি সদস্য সমাবেশসহ একাধিক সাংগঠনিক প্রোগ্রামে যোগ দেন।