দশমিনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

‘মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজনে তরুণদের সম্পৃক্ততা দেখে আনন্দিত হয়েছি। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি বাড়ায় এবং তরুণদের মধ্যে নেতৃত্ব গড়ে তোলে। ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট আরো বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Dashmina
দশমিনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
দশমিনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত |নয়া দিগন্ত

পটুয়াখালীর দশমিনায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ৪টার দিকে গছানী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

বাঁশবাড়িয়া বিএনপির আয়োজনে খেলায় বাঁশবাড়িয়া ইউনিয়ন একাদশ বনাম বহরমপুর ইউনিয়ন একাদশ অংশ নেয়।

বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনায়েত করিম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। ম্যাচের উদ্বোধন করেন হাসান মামুন।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব বাবু স্নেহাংশু সরকার কুট্রি, জেলা বিএনপির সদস্য মোস্তাক আহম্মেদ পিনু। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ম্যাচে ২ গোলে বিজয়ী বাঁশবাড়িয়া ইউনিয়ন একাদশ ও রানারআপ বহরমপুর ইউনিয়ন একাদশের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে এ বি এম মোশাররফ হোসেন বলেন, ‘মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজনে তরুণদের সম্পৃক্ততা দেখে আনন্দিত হয়েছি। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি বাড়ায় এবং তরুণদের মধ্যে নেতৃত্ব গড়ে তোলে। ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট আরো বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।’