গণভবন বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লা মহানগর শিবিরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে কুমিল্লা নগরীর সালাহউদ্দিন মোড় থেকে শুরু হয়ে র্যলিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূবালী চত্বরে এসে মিলিত হয়। শেষে পূবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ করে শিবিরের নেতাকর্মীরা।
কুমিল্লা মহানগর ছাত্র শিবিরের সভাপতি মো: হাছান আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন।
এছাড়া অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মহি উদ্দীন রনি, কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত প্রমুখ।
সমাবেশে ও র্যালিতে কুমিল্লা মহানগর শিবিরের কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা খুনি হাসিনা ও দোসরদের দেশে এনে শাস্তির দাবি জানান। জুলাই বিপ্লবে শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।