আলতাফ চৌধুরী

নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন এবং নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।’

মো: জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী)

Location :

Patuakhali
বক্তব্য রাখছেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী
বক্তব্য রাখছেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘বিএনপি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত এবং সরকারঘোষিত নির্ধারিত সময়ে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।’

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন এবং নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।’

মঙ্গলবার (১৪ অক্টোবর) পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

আলতাফ হোসেন চৌধুরী আরো বলেন, ‘ভারতের তাঁবেদার আওয়ামী লীগ আমাদের দাবিয়ে রেখেছিল ১৬ বছর, ছাত্রদের সাথে আমরা নেমে আওয়ামী লীগকে তাড়িয়েছি। আগামীতে আমরা সবাই মিলে সুন্দর একটা দেশ গড়বো।’

মুরাদিয়া ইউনিয়নের জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিকেল ৩টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মুরাদিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন দুমকী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো: জসিম উদ্দিন হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: মাকসুদ আহম্মেদ বায়েজীদ (পান্না) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো: মজিবর রহমান।

প্রধান অতিথি আলতাফ হোসেন চৌধুরী তার বক্তব্যে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশনা দেন।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে দলকে আরো সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দুমকী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো: মতিউর রহমান দিপু। সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।