এইচএসসিতে এবার দিনাজপুর শিক্ষাবোর্ডের মাত্র ৫৭ দশমিক ৪৯ ভাগ শিক্ষার্থী পাস করলেও রংপুর শতভাগ পাসসহ মহানগরীর সবকটি কলেজের পাশের হার ৯০ ভাগের ওপরে। মোট ৬ হাজার ২৬০ জন জিপিএ ফাইভ পেলেও তার বেশিরভাগই নগরীর প্রতিষ্ঠানগুলোর। এই বোর্ডে এবার জিপি এ ফাইভ এবং পাসের হারে ছাত্রীরা এগিয়ে। এই বোর্ডে ৩৪টি কলেজ থেকে কেউ পাস করেনি। ১১টি কলেজ থেকে শতভাগ পাস করেছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে পাওয়া তথ্য মতে, এবার এইচএসসিতে দিনাজপুর শিক্ষাবোর্ডে রংপুর বিভাগের আট জেলার ১ লাখ ৫ হাজার ১৯৮ জন পরীক্ষা দিয়ে দিয়ে পাস করেছে ৫৭ দশমিক ৪৯ ভাগ। এরমধ্যে ছাত্রী পাসের হার ৬১ দশমিক ৯২ এবং ছাত্র পাসের হার ৫২ দশমিক ৬৫ ভাগ। জিপিএ ফাইভ পেয়েছে ৬ হাজার ২৬০ জন।
এর মধ্যে ছাত্রী রয়েছেন ৩ হাজার ৪৮৬। এই বোর্ডে এবার অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৭৫৮জন। এই বিভাগে ৪৩টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। শতভাগ পাস করেছে ১১টি কলেজ থেকে।
প্রাপ্ত ফলাফলে দেখা গেছে এই বোর্ডে শীর্ষে রয়েছে রংপুর ক্যাডেট কলেজ, এখান থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে শতভাগ পাস ও জিপিএ ফাইভ পেয়েছে। এছাড়াও ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮৮৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৮৮৪ জন। এখানে পাসের হার ৯৯ দশমিক ৫৫। এই কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়েছে ৪৫৬ জন। মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৪৯ জন। এখানে পাসের হার ৯৯ দশমিক ৩৩। জিপিএ ফাইভ পেয়েছে ৮৮ জন।
এবার রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭৯৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৭৮১ জন। পাসের হার ৯৮ দশমিক ৩৬। জিপিএ ফাইভ পেয়েছে ৩৮২ জন। রংপুর সরকারি কলেজ থেকে ১ হাজার ৩২৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১ হাজার ২৫৬ জন। পাসের হার ৯৪ দশমিক ৬৫ ভাগ। জিপিএ ফাইভ পেয়েছে ৬৪৯ জন। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫৫৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৫৪২ জন। পাসের হার ৯৬ দশমিক ৯৬ ভাগ। এখান থেকে ১০০ জন জিপিএ ফাইভ পেয়েছে।
রংপুর চেম্বার অব কমার্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫০২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪৮১ জন। পাসের হার ৯৫ দশমিক ৮২ ভাগ। জিপিএ ফাইভ পেয়েছে ২৪ জন। বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৪৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৩৮ জন। পাসের হার ৯৬ দশমিক ৭৫ ভাগ। জিপিএ ফাইভ পেয়েছে ১৯ জন।
এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের মধ্যে বরাবরের মতো এবারও শীর্ষে রয়েছে রংপুর ধাপসাতগড়া কামিল মাদরাসা। এখান থেকে ১৬৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ১৬৩জন। জিপিএ ফাইভ পেয়েছে ৩৭ জন।
রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর আলম জানান, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং পরিচালনা পর্ষদের সমন্বিত উদ্যোগেই আমাদের এই ফলাফল। আমাদের টার্গেট শতভাগ পাস ও শতভাগ জিপিএ। সে লক্ষেই কাজ করছি।
ধাপসাতগড়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ ন ম হাদিউজ্জামান জানান, আমাদের প্রতিষ্ঠান থেকে শতভাগ পাস হয় সব সময়। এবার আলেম পরীক্ষায় দুইজন ফেল করেছে। এটা আমাদের জন্য পীড়াদায়ক। আমরা আরো সতর্ক হয়ে পরবর্তীতে পরিকল্পনা সাজাবো।