শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বলেন, ‘বিষয়টি তৃতীয় পক্ষের মাধ্যমে শুনেছি তবে কেউ অভিযোগ করেনি।’

Location :

Rajarhat
শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ |নয়া দিগন্ত

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা

রাজারহাটের শরফ উদ্দিন মহিলা দাখিল মাদরাসার আইসিটি শিক্ষক মাইদুল ইসলাম লিটনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলেছে দাখিল পরীক্ষার্থী এক ছাত্রী।

বুধবার (২১ মে) এ ঘটনাটি ঘটে।

জানা যায়, বুধবার আইসিটি শিক্ষকের নিকট কোচিং ক্লাস করতে গেলে সেই ছাত্রীকে পাশের কক্ষে বসতে বলেন মাইদুল ইসলাম। কিছুক্ষণ পর অন্য শিক্ষার্থীদের বিদায় দিয়ে সেই কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে মেয়েটির জামাকাপড় খোলার চেষ্টা করেন। এসময় মেয়েটির চিৎকার শুনে জিল্লুর রহমান ও শাহআলম নামক স্থানীয় দুই যুবক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আপত্তিকর অবস্থায় দেখতে পান।

ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘স্যার আমাকে পরিবার পরিকল্পনায় চাকরি দেয়া এবং বিয়ের কথা বলে বেশ কিছুদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। আজ চাকরির ব্যাপারে জরুরি কথা আছে বলে ডেকে আনেন। পরে অন্য শিক্ষার্থীরা চলে গেলে পাশের কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। আমার চিৎকার শুনে এলাকার কয়েকজন যুবক এসে আমাকে উদ্ধার করেন।’

প্রত্যক্ষদর্শী জিল্লুর রহমান বলেন, ‘আমরা পাশের দোকানে চা খাচ্ছিলাম। মেয়েটির চিৎকার শুনে আমি ও শাহ আলম গিয়ে ওই শিক্ষককে আপত্তিকর অবস্থায় দেখতে পাই। তখন শিক্ষক মাইদুল আমাদের হাতে পায়ে ধরেন এবং ঘটনার জন্য অনুতপ্ত হন। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপযুক্ত বিচারের আশ্বাস দিলে তাকে ছেড়ে দেয়া হয়।’

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মাইদুল ইসলাম লিটনের সাথে মোবাইল ফোনে বলেন, ‘অভিযোগটি সাজানো ও কাল্পনিক।’

বৃহস্পতিবার রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বলেন, ‘বিষয়টি তৃতীয় পক্ষের মাধ্যমে শুনেছি তবে কেউ অভিযোগ করেনি।’