মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ১০ দলীয় জোট সমর্থিত মো: আল হেলাল তালুকদার বলেছেন, ‘জনতার রায় নিয়ে আগামীতে সরকার গঠন করবে ১০ দলীয় জোট, ইনশাআল্লাহ। এটি একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।’
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে জেলার মদন উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘২৪ এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রসমাজের প্রতিনিধি ও তাদের দলসহ দেশের বড় ইসলামী দলগুলোও এ জোটে রয়েছে। আমার বিশ্বাস মানুষের ভালোবাসায় এ আসন থেকে আমি জয় লাভ করব, ইনশাআল্লাহ।’
তিনি আরো বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে সব শ্রেণি ও পেশার মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ। আগামী নির্বাচন আমাদের তরুণ প্রজন্মের জন্য মাইলফলক হিসেবে রাখতে এবং একটি সুখী, সমৃদ্ধশীল ও উন্নত দেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি নির্বাচিত হলে কাউকে দলীয়ভাবে বিবেচনা না করে, সবাইকে সমান গুরুত্ব দিয়ে এক সাথে কাজ করবো, ইনশাআল্লাহ।’
পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে আমির মাওলানা ওলিউল ইসলাম, নেত্রকোনা জেলা কর্মপরিষদ সদস্য জনাব মাওলানা রহুল আমিন, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মো: সাজেদুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল হাসনাত, বাংলাদেশ খেলাফত মজলিসের গোবিন্দশ্রী ইউনিয়নের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মুস্তাবশিরি ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাঘান ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আইনুল ইসলাম প্রমুখ।



