নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশিত জাতীয় নির্বাচনের আগে সব ধরণের প্রতিষ্ঠান ও সংগঠনের নির্বাচন স্থগিতের আদেশে এবার পেছানো হলো সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন।
বুধবার (১৪ জানুয়ারি) সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের আবেদনের প্রেক্ষিতে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে এক জরুরি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচন এক মাস পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়।
সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলে সমিতির সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরীর (আবদাল) সভাপতিত্বে, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: জোবায়ের বখ্ত জুবেরের নির্দেশনায় এবং যুগ্ম সম্পাদক-১ অ্যাডভোকেট মো: অহিদুর রহমান চৌধুরী ও যুগ্ম সম্পাদক-২ অ্যাডভোকেট মো: রব নেওয়াজ রানার যৌথ সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায়- নির্বাচন কমিশন কর্তৃক আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দেশের সকল পেশাজীবি সংগঠনের নির্বাচন অনুষ্ঠান না করার নির্দেশনা থাকায় জেলা আইনজীবী সমিতির ১৫ জানুয়ারির নির্বাচন পেছানো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়।
এসময় গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, এ কে এম শমিউল আলম, এ টি এম ফয়েজ উদ্দিন ও অশোক পুরকায়স্থ এবং সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ ও সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর কার্যনির্বাহী কমিটির সদস্য আশিক উদ্দিন আশুক প্রমুখ।
সভা শেষে সমিতির সভাপতি অ্যাভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) বলেন, যেহেতু আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আহুত পরিস্থিতি বিবেচনায় সিলেট জেলা আইনজীবী সমিতির সংবিধানের আলোকে সমিতির বার্ষিক নির্বাচন ১৫ জানুয়ারির পরিবর্তে আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া বার্ষিক সাধারণ সভা ২১ জানুয়ারির পরিবর্তে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।



