আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড. মো: ইলিয়াস মোল্লা।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রওশনা জাহানের নিকট তিনি তার মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির বদরুদ্দীন আহম্মেদ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবু হারিস মোল্লা, মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: আলীমুজ্জামান, মধুখালী পৌর জামায়াতে ইসলামীর আমির রেজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: নওশের আলী চৌধুরী প্রমুখ।
মনোনয়ন পত্র দাখিল শেষে সাংবাদিকদের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. মো: ইলিয়াস মোল্লা বলেন, ‘ফরিদপুর-১ আসনে ঘুরাফেরা করে জনগণের কাছে যে ভালোবাসা পেয়েছি এবং যে সমর্থন পেয়েছি এবং জামায়াতে ইসলামীর পক্ষে যে গণজোয়ার দেখেছি, ইনশাআল্লাহ আমরা আশা করছি বিজয়ী হবো।’



