চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশির উদ্দীন।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে সৈকতে চলমান ‘পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন (২য় সংশোধিত)’ প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানিয়েছেন।
শেখ বশির উদ্দীন বলেন, ‘পানি সমস্যাসহ নানা কারণে প্রকল্পের কাজে ধীরগতি ছিল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প পরিচালক আশ্বস্ত করেছেন, ডিসেম্বরের মধ্যেই সব অবকাঠামোগত কাজ শেষ হবে।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান বলেন, ‘পারকি সমুদ্রসৈকতের পর্যটন কমপ্লেক্স একটি সম্ভাবনাময় প্রকল্প। সফল বাস্তবায়নের জন্য স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ এবং ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ।’
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, প্রকল্প পরিচালক মাজেদুর রহমান, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।
উল্লেখ্য, ২০১৮ সালে ১৩.৩৬ একর জমিতে ৬২ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ শুরু হয়। প্রথম মেয়াদে অল্প অগ্রগতি হওয়ায় পরে দুই দফায় মেয়াদ বাড়িয়ে ব্যয় দাঁড়ায় ৭১.২৫ কোটি টাকা। তবে ধীরগতির কারণে প্রকল্প কর্তৃপক্ষকে আবারো মেয়াদ বৃদ্ধির আবেদন করতে হয়।