চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উত্তর বন্দর এলাকায় যৌথবাহিনীর অভিযানে একটি দেশীয় অস্ত্র ও কার্তুজসহ রাশেদ নুর ওরফে রাশু (৩৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে উপজেলার বৈরাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর বন্দর এলাকার রাজ্জাক নুরের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাশেদ বৈরাগ উত্তর বন্দর কোট্টাপাড়া এলাকার রাজ্জাক নুরের ছেলে।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যৌথবাহিনী ও কর্ণফুলী থানা পুলিশের সমন্বিত তল্লাশিতে রাশেদের বসতঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি (আগ্নেয়াস্ত্র) ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘গ্রেফতার রাশেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।’



