সকল আয়োজন শেষের দিকে। রাত পোহালেই বাজবে বিয়ের সানাই। তবে সানাই বাজার আগেই যেন নিস্তব্ধতায় ছেয়ে গেছে পুরো বাড়ি। অস্ত্রের মুখে লুটে নেয়া হয়েছে স্বর্ণালংকারসহ নগদ টাকা। সর্বহারা হয়ে হতভম্ব স্বজনরা।
শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে কুষ্টিয়া খোকসার জানিপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বিধান রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিধান রায়ের মেয়ের বিয়ের মূল আনুষ্ঠানিকতা ছিল। এ উপলক্ষে চলছিল প্রস্তুতি। তবে শনিবার দিবাগত রাতে ১০ থেকে ১২ জন মুখোশধারী বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা বিয়েতে আসা আত্মীয়স্বজনদের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়।
ভুক্তভোগী বিধান রায় জানান, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল। এ সময় আমি বাড়ির বাইরে ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে অজ্ঞাত কিছু মুখোশধারী বাড়িতে ঢুকে প্রথমেই অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে। পরে পরিবারের অন্যদের জিম্মি করে আত্মীয়দের কাছ থেকে প্রায় ১.৭ ভরি স্বর্ণালংকার, ৬ ভরি রুপা ও নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়। সবমিলিয়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে আত্মীয়স্বজনের স্বর্ণালংকার ও নগদ টাকা নিলেও কনের গয়না নিতে পারেনি ডাকাতরা। ধর্মীয় রীতিনীতি অনুযায়ী রোববার সন্ধ্যায় বর এলে যথারীতি বিয়ে হবে বলে জানিয়েছেন বিধান রায়।
এছাড়া ডাকাতির ঘটনায় ওই বাড়িতে পুলিশ পরিদর্শন করেছে বলে জানিয়েছে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।