ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফেনী জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন বাচ্চু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে তিনি মৃত্যুবরণ করেন। একই দিন বিকেলে তার নিজ গ্রাম রাজাপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক মো: আকবর হোসেন ও সদস্য সচিব কামরুল উদ্দিন স্বাক্ষরিত এক শোকবার্তায় জানায়, নিজাম উদ্দিন বাচ্চু দলের দুঃসময়ে সাহসী যোদ্ধা ও সৎ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতাকে হারাল।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।