সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার সকালে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার দিবাগত রাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে গরু, মোটরসাইকেলের যন্ত্রাংশ, কাপড় ও ওষুধসহ বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাবাজার ও বিছনাকান্দি বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে ভারতীয় গরু, মোটরসাইকেল মিটার, ফুচকা ও মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। একই সময় ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থান কাপড় ও বিপুল পরিমাণ ওষুধ আটক করে।
বিজিবি জানিয়েছে, পৃথক অভিযানে উদ্ধার করা চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।
অধিনায়ক নাজমুল হক বলেন, ‘ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।’
তিনি আরো জানান, উদ্ধার পণ্যের বিষয়ে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।