ভালুকায় মেশিনে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

শনিবার বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত এক্সিল্যান্ড সিরামিক্স লিমিটেডের ভেতর এ ঘটনা ঘটে।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Mymensingh
নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় মেশিনে চাপা পড়ে মামুন মিয়া (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত এক্সিল্যান্ড সিরামিক্স লিমিটেডের ভেতর এ ঘটনা ঘটে।

নিহত মামুন মিয়া পাশের গফরগাঁও উপজেলায় দুগাছিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এক্সিলেন্ট সিরামিক্স লিমিটেড নামের কারখানায় গাড়ি থেকে মেশিন নামানো হচ্ছিল। ওই সময় গাড়ি থেকে পড়ে যাওয়া মেশিনের নিচে চাপা পড়ে শ্রমিক মামুন গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

কারখানার অ্যাডমিন ম্যানেজার মোক্তার হোসেন জানান, ‘কারখানার ভেতর কাজ করার সময় উপর থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে মামুন মিয়া গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে ঘোষণা করেন।’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হুমায়ুন কবির জানান, ‘মারা যাওয়া শ্রমিকের লাশ উদ্ধার করে আনা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।’