হাটহাজারীতে অজ্ঞাত দুই নারী ও পুরুষের লাশ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে সোমবার (১০ নভেম্বর) সকালে পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষ ও এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
হাটহাজারী মডেল থানা, চট্টগ্রাম
হাটহাজারী মডেল থানা, চট্টগ্রাম |নয়া দিগন্ত

চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষ ও এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সকালে হাটহাজারী মডেল থানা পুলিশ পৌরসভার আলমপুর জুননুরাইন মাদরাসা এলাকার পুকুরপাড় থেকে অজ্ঞাত পরিচয় পুরুষের লাশ ও উপজেলার মদুনাঘাট এলাকা থেকে অপর অজ্ঞাতনামা এক মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা পুকুরপাড়ে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আনুমানিক ৫০ বছর বয়সী ওই পুরুষের শরীরে টেনে-হেচড়ে নেওয়ার দাগ এবং মাথায় সেলাইয়ের চিহ্ন পাওয়া গেছে।

অন্যদিকে, মদুনাঘাট এলাকা থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। তার শরীরে কোনো চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, ‘একজন পুরুষ ও একজন নারীর অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুজনের মৃত্যুর সময়ের ব্যবধান রয়েছে। পুরুষের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, নারীর লাশটি পচে গলে যাওয়ায় সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না।’

তিনি আরো জানান, লাশ দুটি সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

চাঞ্চল্যকর এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তের দাবি জানিয়েছেন।