নাটোরের গুরুদাসপুরে মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজ শেষে উপজেলার মশিন্দা ইউনিয়নের রানীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বিএনপিকর্মী আব্দুল হাকিম (৩৮), আনসার প্রামানিক (৬৫), রফিকুল প্রামানিক (৫০), আওয়ামী লীগের বাবুল প্রামানিক (৫০), সুজন আহমেদ (৩০), তারিকুল ইসলাম (২৫), হারেজ আলী (৪০)। এরমধ্যে হাতে রগ কেটে দেয়ায় বিএনপিকর্মী আব্দুল হাকিমকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএনপি নেতা এরশাদ আলী জানান, রানীগ্রাম মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ছিলেন ওই এলাকার বাদল প্রামানিকের ছেলে ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক লাবলুর রহমান। জুমার নামাজ শেষে মসজিদ কমিটির বৈঠক চলছিল। সেই বৈঠকে লাবলুর রহমানের কাছে মসজিদের যাবতীয় হিসাব চাওয়া হলে আমাদের ওপর তিনি উত্তেজিত হয়ে পড়েন। দীর্ঘ ১৭ বছর ধরে মসজিদের কোনো হিসাব কমিটি কিংবা মুসল্লিদের কাছে তিনি দেননি। সেই প্রতিবাদ করার কারণে দেশীয় অস্ত্র দিয়ে লাবলুর রহমানের অনুসারীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।
তিনি আরো জানান, এ সময় ঘটনাস্থলেই আমার ভাই আব্দুল হাকিমের হাতের রগ কেটে দেয়া হয়। এছাড়া গুরুতর রক্তাক্ত অবস্থায় আরো তিনজনকে হাসপাতালে নেয়া হয়েছে। লাবলুর চিহ্নিত সন্ত্রাসী আওয়ামী-যুবলীগের নেতাকর্মীদের আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাই।
এদিকে এসব অভিযোগ অস্বীকার করে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক লাবলুর রহমান জানান, উত্তেজিত হয়ে আমার ওপর আব্দুল হাকিমসহ তার অনুসারীরা হামলা করলে আমি অসুস্থ হয়ে মসজিদের মেঝেতে পড়ে যাই। তারপর কী হয় সে বিষয়ে আর অবগত ছিলাম না। তবে আমাদের চারজন আহত হয়েছেন। তারা বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: রাজিব হোসেন বলেন, ‘আব্দুল হাকিম নামে এক ব্যক্তির ডান হাতের রগ কেটে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন নিয়ে আসা চার-পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’