রুমিন ফারহানা

আ’লীগ ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে আমার বাবাকে সংসদে যেতে দেয়নি

শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

এম এ করিম, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Sarail
বক্তব্য রাখছেন রুমিন ফারহানা
বক্তব্য রাখছেন রুমিন ফারহানা |নয়া দিগন্ত

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন তার বাবা অলি আহাদকে ১৯৭৩ সালের নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগ ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে পরাজিত করেছিল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, ফেব্রুয়ারির এক দিন পরেও নির্বাচন হতে দেয়া হবে না। আগামীই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে ইনশাআল্লাহ।’

ভাষা আন্দোলনে বিশেষ ভূমিকা পালনকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতাদের একজন অলি আহাদের কন্যা রুমিন ফারহানা স্থানীয় ভোটারদের উদ্দেশে বলেন, ‘আমার পিতা ১৯৭৩ সালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন কিন্তু আওয়ামী লীগ ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে আমার পিতাকে সংসদে যেতে দেয়নি। সেই কষ্ট এখনো ভুলি নাই। আমি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে সরাইল ও আশুগঞ্জকে বাংলাদেশের মধ্যে দুটি মডেল থানায় রূপান্তর করব।’

তিনি বলেন, ‘সংস্কারের কথা প্রথম বিএনপিই বলেছে। রাষ্ট্র মেরামতের ৩১ দফা তারেক রহমান ঘোষণা করেছেন। এই ৩১ দফার মধ্যেই রাষ্ট্র সংস্কারের সকল রূপরেখা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘গত ১৭ বছর জেল, জুলুম ও অত্যাচার সহ্য করেছে বিএনপির নেতা-কর্মীরাই। সংসদে দাঁড়িয়ে হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি আমিই। গত ১৭ বছর মানুষ কোনো নির্বাচনে ভোট দিতে পারে নাই। ভোট দেয়ার সকল অধিকার কেড়ে নেয়া হয়েছিল।’

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরাসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।