মাদারীপুরের শিবচরে আলোচিত রানু বেগম (৬০) হত্যা মামলার আসামি কাজী রাসেল মাহমুদ ওরফে সবুজকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্প। এ সময় তার কাছ থেকে নিহতের লুণ্ঠিত মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরকাঁচিকাটা এলাকা থেকে সবুজকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সবুজ ঢাকার জেলার ইব্রাহিমপুর থানার পশ্চিম শেওড়া পাড়ার মরহুম কাজী কেরামত আলীর ছেলে। বর্তমানে তিনি শিবচরের যাদুয়রচর এলাকায় বসবাস করেন। সবুজ আগে রানু বেগমের বাড়িতে ভাড়া ছিলেন।
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর জানায়, রানু বেগমের বাড়িতে চুরির অভিযোগে তাকে সন্দেহ করার কারণে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন সবুজ।
মাদারীপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
উদ্ধার আলামতসহ গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।