ঢাকার আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় রবিন হোসেন (২৯) নামের এক ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। এর আগে, শনিবার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠ বটতলা এলাকায় ওই ব্যবসায়ীর বাড়িতে হামলা করা হয়।
ভুক্তভোগী রবিন হোসেন আশুলিয়ার রুপায়ন মাঠ বটতলা এলাকার মরহুম সাদেক মিয়ার ছেলে। তিনি এলাকায় ডিস লাইনের ব্যবসা করেন।
অভিযুক্ত ইয়ার হোসেন একই এলাকার ইমারত হোসেনের ছেলে।
রবিন হোসেন বলেন, ‘ইয়ার হোসেন এলাকার একজন চিহ্নিত মাদককারবারি। রুপায়ন মাঠ ও এর আশপাশের এলাকায় মাদক বিক্রি করে। আমাদের বাড়ির পাশে হওয়ায় তাকে মাদক বিক্রি করতে নিষেধ করি। এরপর থেকেই আমাকে মেরে
ফেলার হুমকি দিতে থাকে। গত ২৪ সেপ্টেম্বর আমার বাড়িতে এসে আমাকে না পেয়ে পরিবারের লোকজনকে শাসিয়ে যায় এবং যেখানে পাবে সেখানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এ ঘটনায় ওই দিন থানায় একটি লিখিত অভিযোগ করি।’
তিনি আরো জানান, শনিবার সন্ধ্যায় তার বাড়িতে গিয়ে হামলা করে ইয়ার হোসেন। এ সময় তার মা বাধা দিতে গেলে ছেনি
(দেশীয় অস্ত্র) দেখিয়ে ভয় দেখান এবং তাকে মেরে ফেলার হুমকি দেন। পরে বিষয়টি পুলিশে জানানো হয়েছে।
অন্যদিকে, মোবাইল ফোন চুরি ও ছিনতাই করার পরে স্থানীয় অনার্স পড়ে এক শিক্ষার্থী তাদের বাড়ির পাশে ইয়ার হোসেনকে ঘোরাঘুরি করতে নিষেধ করায় তাকেও তিন দফায় বেধড়ক মারধর করেন ইয়ার ও তার সঙ্গীরা। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দেন।
আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন জানান, ঘটনায় ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।