বরিশালের মুলাদীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম, দোয়া ও আলোচনা সভা করেছে পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৩ নভেম্বর) মুলাদী তেরচর কদমিয়া হাফেজিয়া এতিমখানায় এ কোরআন খতম করা হয়।
পরে বাদ আসর মুলাদী কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাদরাসার হুজুর হাফেজ মো: জাকির হোসেন।
দোয়া অনুষ্ঠানে মুলাদী উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, পৌরসভা বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান সাবু হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান মাসুদ, পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন অপু মোল্লা, সাইয়েদুর রহমান জীবন, আনিসুর রহমান আলাল, অধ্যক্ষ ইফতেখার আলম লিটন উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা কৃষক দল সভাপতি আ: সালাম কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক রোকনুজ্জামান মোল্লা, আরাফাত রহমান, কোকো ক্রীড়া পরিষদ মুলাদী উপজেলা আহ্বায়ক জসিম উদ্দিন সিকদার, উপজেলা শ্রমিক দল সভাপতি আলী আজম, পৌরসভা শ্রমিক দল সম্পাদক মাসুদ খান রিকু, ওয়ার্ড বিএনপি নেতা রফিকুল আলম খান, মোশারফ হোসেন নান্নু মল্লিক, নাসির হাওলাদার, রুবেল সরদার, আনোয়ার হোসেন পিন্টু, মোরশেদ চৌকিদার ও মোবারক হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



