জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে বহুল প্রত্যাশিত ইসলামিক ভাস্কর্যের উদ্বোধন

এ ভাস্কর্য নির্মাণের মাধ্যমে শুধু জীবননগর শহরের সৌন্দর্যই বৃদ্ধি পায়নি, বরং ধর্মীয় অনুরাগ ও নান্দনিকতার সমন্বয়ে একটি অনন্য স্থাপনা গড়ে উঠেছে।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Chuadanga
জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে বহুল প্রত্যাশিত ইসলামিক ভাস্কর্যের উদ্বোধন
জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে বহুল প্রত্যাশিত ইসলামিক ভাস্কর্যের উদ্বোধন |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড চত্বরে বহুল প্রত্যাশিত ও দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর দেড়টার দিকে আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মামুন হোসেন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন, সদস্য সচিব সুমন মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক জহিরুল ইসলাম বলেন, ‘জীবননগর বাসস্ট্যান্ড চত্বরটি চার রাস্তার মোড় এবং ব্যস্ততম একটি এলাকা। যান চলাচলে শৃঙ্খলা আনতে এখানে একটি স্থাপনা জরুরি ছিল। পূর্বের স্থাপনা ভেঙে যাওয়ার পর স্থানীয় জনগণ ইসলামিক ভাস্কর্য স্থাপনের দাবি জানান। সেই দাবির প্রেক্ষিতে আজ একটি দৃষ্টিনন্দন ভাস্কর্য স্থাপন করা হয়েছে, যা শহরের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণেও সহায়ক হবে।’

তিনি আরো বলেন, ‘বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশের প্রয়োজনীয়তা থাকলে তা নিয়ে পুলিশ সুপারের সাথে আলোচনা করা হবে।’

উল্লেখ্য, পূর্বে এখানে ‘টাইগার চত্বর’ নামে একটি স্থাপনা ছিল। যা ক্ষতিগ্রস্ত হওয়ার পর ভেঙে ফেলা হয়। এরপর জীবননগরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পৌরসভার উদ্যোগে ৮ লাখ ৩০ হাজার ৭৫৮ টাকা ব্যয়ে ইসলামিক ভাস্কর্যটি নির্মাণ করা হয়।

স্থানীয়রা জানান, এ ভাস্কর্য নির্মাণের মাধ্যমে শুধু জীবননগর শহরের সৌন্দর্যই বৃদ্ধি পায়নি, বরং ধর্মীয় অনুরাগ ও নান্দনিকতার সমন্বয়ে একটি অনন্য স্থাপনা গড়ে উঠেছে।