ব্রাহ্মণবাড়িয়ায় টিস্যু পেপার চাওয়ায় সংঘর্ষ, আহত ২০

ফুসকা খাওয়া শেষে উত্তর কুট্টাপাড়া গ্রামের রাব্বি নামের এক যুবক টিস্যু চাইলে সেখানকার এক কর্মী টিস্যু নেই বলে জানান। এ নিয়ে রাব্বি ও ফুসকা হাউজের মালিক পাঠানপাড়া গ্রামের মজিবুর পাঠানের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

Location :

Sarail
সরাইলে টিস্যু পেপার চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ
সরাইলে টিস্যু পেপার চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টিস্যু পেপার চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে।

সোমবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়া ও উত্তর কুট্টাপাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাঠানপাড়া মোড়ে এরাবিয়ান ফুসকা হাউজে ফুসকা খাওয়া শেষে উত্তর কুট্টাপাড়া গ্রামের রাব্বি নামের এক যুবক টিস্যু চাইলে সেখানকার এক কর্মী টিস্যু নেই বলে জানান। এ নিয়ে রাব্বি ও ফুসকা হাউজের মালিক পাঠানপাড়া গ্রামের মজিবুর পাঠানের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। এর জের ধরে উভয়পক্ষের লোকজন রাত ৮টার দিকে দেশীয়-অস্ত্র নিয়ে আঞ্চলিক সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ রাত ১০টার দিকে নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন যাত্রী সাধারণ। সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।