ওসমান হাদিকে গুলির প্রতিবাদে দেবিদ্বারে বিএনপির মশাল মিছিল

শনিবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
ওসমান হাদিকে গুলির প্রতিবাদে দেবিদ্বারে মশাল মিছিল
ওসমান হাদিকে গুলির প্রতিবাদে দেবিদ্বারে মশাল মিছিল |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে মশাল মিছিল করেছে উপজেলা বিএনপি।

শনিবার (১৩ ‍ডিসেম্বর) সন্ধ্যায় দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বে মিছিলে দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো: গিয়াসউদ্দিন, সদস্য সচিব কাজী মাসুদ হাসান, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহাম্মেদ ভিপি মাহফুজ, সদস্য সচিব আলীম পাঠান, উপজেলা যুবদলের সভাপতি মো: নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মো: রকিবুল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক আবু বকর, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ইমরান হাসান, পৌর যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার শাহ জামান মুন্সী, সাধারণ সম্পাদক মো: মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম, উপজেলা যুবদলের সহ-সভাপতি ফারুক পাঠান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব সফিউল্লাহ আকন্দ মানিক ও মৎস্যজীবী দলের আহ্বায়ক কাউসার মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্যকালে তারেক মুন্সী বলেন, ‘শরিফ ওসমান হাদি একজন প্রকৃত দেশপ্রেমিক ও সংগ্রামী যোদ্ধা। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে, যার উদ্দেশ্য নির্বাচনকে বাধাগ্রস্ত করা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না।’

এছাড়া তিনি হাদি ও এরশাদ উল্লাহকে গুলিবিদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।