জয়নাল আবেদীন

৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে

‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনটি বিএনপিকে উপহার দিয়ে সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।’

Location :

Trishal
৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে
৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে |নয়া দিগন্ত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে জানিয়ে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) সংসদীয় আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: জয়নাল আবদীন বলেছেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই।’

রোববার (২২ জুন) বিকেলে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্যে ময়মনসিংহের ত্রিশালে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন তিনি।

মো: জয়নাল আবদীন বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনটি বিএনপিকে উপহার দিয়ে সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।’

এসময় তিনি ত্রিশাল উপজেলার উন্নয়নে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় হরিরামপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের দলীয় নেতা-কর্মী সমর্থক ছাড়াও বিপুল সংখ্যক জনসাধারণ অংশ নেন, যা বিএনপির প্রতি তাদের আস্থা ও সমর্থনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির ৩১ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।

এসময় উপস্থিত সাধারণ মানুষ বিএনপির ঘোষিত কর্মসূচির প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জানান এবং মো: জয়নাল আবদীনকে ত্রিশালের উন্নয়নের কাণ্ডারি হিসেবে দেখতে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।