মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুরমুট এলাকায় এ ঘটনা ঘটে।

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)

Location :

Jamalpur
নয়া দিগন্ত

জামালপুরের মেলান্দহ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে অধীর তাম্বলী (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুরমুট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অধীর তাম্বলী ওই এলাকার মরহুম সুধীর চন্দ্র দাসের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘর সংস্কারের জন্য বাড়ির উঠানে রাখা টিনের ওপর বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে। ওই তারে বিদ্যুৎ সংযোগ থাকায় টিন সরাতে গেলে বিদ্যুতায়িত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে পাশের উপজেলা ইসলামপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।