ভাণ্ডারিয়ায় ৩ দিনব্যাপী ‘বিজয় মেলা’ উদ্বোধন

উল্লেখ্য, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। মেলায় থাকবে বই, গ্রামীণ পণ্যের স্টল, খাবারের দোকান, শাকসবজি, কৃষিপণ্য, খেলনা, পোশাক, হস্তশিল্পসহ নানা আয়োজন।

মামুন হোসেন, ভান্ডারিয়া (পিরোজপুর)

Location :

Pirojpur
ভাণ্ডারিয়ায় তিন দিনব্যাপী ‘বিজয় মেলা’
ভাণ্ডারিয়ায় তিন দিনব্যাপী ‘বিজয় মেলা’ |নয়া দিগন্ত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে এবং বিজয়ের মাসকে শ্রদ্ধা ও গর্বের সাথে স্মরণ করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী ‘বিজয় মেলা-২০২৫’ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার।

বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সুদেব সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আবুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: রুহুল আমিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার বলেন, ‘বিজয় মেলা কেবল আনন্দ বা বিনোদনের আয়োজন নয়, এটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার সুযোগ। পাশাপাশি এ আয়োজন স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের পরিচিতি ও বাজার সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।’

উল্লেখ্য, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

মেলায় থাকবে বই, গ্রামীণ পণ্যের স্টল, খাবারের দোকান, শাকসবজি, কৃষিপণ্য, খেলনা, পোশাক, হস্তশিল্পসহ নানা আয়োজন।