মানিকগঞ্জের সিংগাইরে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন জাকির হোসেন (৪২) নামের এক ব্যক্তি। তাকে মাথা থেঁতলে হত্যা করে লাশ রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে পুলিশ উপজেলার চান্দহর ইউনিয়নের বকচর–আনন্দবাজার সড়কের নুরুল ইসলামের বাড়ির সামনে থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত জাকির হোসেন ওই ইউনিয়নের চর চামটা গ্রামের মরহুম বুদ্দু মিয়ার ছেলে এবং দুই সন্তানের বাবা।
নিহতের স্ত্রী ছানোয়ারা বেগম জানান, সোমবার রাত ১০টার দিকে আমার স্বামী আনন্দবাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। ভোরে স্থানীয় কামাল হোসেনের মাধ্যমে খবর পেয়ে সড়কের পাশে পড়ে থাকা স্বামীর লাশ শনাক্ত করেন এবং লাশের পাশেই থাকা স্বামীর ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেন।’
তিনি অভিযোগ করেন, নৃশংসভাবে আমার স্বামীকে মারধর করে তার মুখমণ্ডল থেঁতলে দেয়। এটা স্পষ্ট পরিকল্পিত হত্যাকাণ্ড। কারা এ ঘটনার সাথে জড়িত তা স্পষ্ট করে বলতে পারেননি নিহতের স্ত্রী।
এদিকে, চান্দহর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড সদস্য বিল্লাল হোসেন জানান, লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তিনি এটিকে পরিকল্পিত হত্যা মনে করেন এবং দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, ‘নিহত জাকিরের বিরুদ্ধে থানায় চারটি মাদক মামলা রয়েছে। কিছুদিন আগে মাদক ব্যবসা নিয়ে জানু নামের এক ব্যক্তির সাথে তার বিরোধের ঘটনা ঘটে।’
ওসি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মাদক কারবারকে কেন্দ্র করেই এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। থানায় মামলার প্রস্ততি চলছে এবং জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা চালানো হচ্ছে।’



