বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন বরিশাধ সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো: তাজুল ইসলাম।
গত ৩০ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ সংবাদে প্রফেসর ড. শেখ মো: তাজুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন বিএম কলেজের উপাধ্যক্ষ, সকল বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়াও বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আখতারুজ্জামান খানও অভিনন্দন জানিয়েছেন।
সচিব রেহানা পারভীন স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়েছে, ‘আমরা দেশের গুণী শিক্ষকগণের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করার জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, শিক্ষা ক্ষেত্রে আপনার অবিচল নিষ্ঠা এবং লব্ধ জ্ঞানের আলো ছড়িয়ে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আপনাকে সাধারণ কলেজ শিক্ষক ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্ত গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে, যা আমাদের জন্য এক গৌরবের বিষয়।’
এতে আরো বলা হয়েছে, ‘৫ অক্টোবর সকাল ১০টায় ঢাকার সচিবালয় সংলগ্ন ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই গুণী শিক্ষক সম্মাননা প্রদান করা হবে। এতে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করবেন প্রফেসর ড. শেখ মো: তাজুল ইসলাম।’