ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) বিকেলে জামায়াতের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়ন শাখার নারী বিভাগের উদ্যোগে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শতাধিক নারী অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গফরগাঁও উপজেলা জামায়াতের আমির এবং ময়মনসিংহ-১০ (পাগলা -গফরগাঁও) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইসমাইল হোসেন সোহেল মাস্টার।
প্রধান অতিথি তার বক্তব্যে ইসলামী আন্দোলনের গুরুত্ব, নারীর ভূমিকা এবং নৈতিক সমাজ গঠনে ইসলামী মূল্যবোধের প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
পাইথল ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা: রুকন তালুকদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি শামসুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক ও কর্মপরিষদ সদস্য সাইদুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন- পাগলা থানা শাখার মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য হাজেরা খাতুন ও অত্র ইউনিয়নের নারী বিভাগের সভানেত্রী আফরোজা খাতুন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইসলামী আদর্শে সমাজ গঠনই পারে শান্তি, ন্যায়বিচার ও মূল্যবোধ প্রতিষ্ঠা করতে। নারীদের এই আন্দোলনে ভূমিকা আরো জোরালো করতে হবে।
সমাবেশে স্থানীয় নারী সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে।