আখাউড়ায় মাদকসহ যুবদল নেতা আটক

পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। মাদকের সাথে জড়িত কেউ রক্ষা পাবে না।

নুরুন্নবী ভুইয়া, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Brahmanbaria
মাদকসহ যুবদল নেতা ও তার সহযোগী আটক
মাদকসহ যুবদল নেতা ও তার সহযোগী আটক |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাঁজাসহ উপজেলা যুবদলের আহ্বায়ক মো: কামরুল মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগী মো: রাব্বি মিয়াকেও (২৫) আটক করা হয়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ৩টার দিকে পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সকালে আখাউড়া পৌরসভার বাইপাস সড়ক এলাকায় একটি প্রাইভেটকার ভর্তি ৩৬ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটক কামরুল উপজেলার তারাগন গ্রামের দানু মিয়ার ছেলে এবং রাব্বি মিয়া ময়মনসিংহ জেলার বানিহালা গ্রামের আব্দুল গফুরের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৭টায় আখাউড়া পৌরসভার খড়মপুর বাইপাস সড়ক এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় একটি সাদা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পুলিশ ৩৬ কেজি গাঁজা উদ্ধার করে। গাঁজা কারবারিতে জড়িত থাকার অভিযোগে প্রাইভেটকার থেকে আখাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: কামরুল মিয়া ও তার সহযোগী মো: রাব্বি মিয়াকে (২৫) আটক করা হয়।

আখাউডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ছমিউদ্দিন জানান, পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। মাদকের সাথে জড়িত কেউ রক্ষা পাবে না।

Topics