কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের মনোনয়ন জমা

রোববার বিকেল ৪টার দিকে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Cox's Bazar
মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ
মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, সহ-সভাপতি মিজানুর রহমান খোকন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ও সাধারণ সম্পাদক মোবারক আলী, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ চকরিয়া ও পেকুয়া উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।