বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

‘নির্বাচন নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র হলে তার জবাব রাজপথেই দেয়া হবে।’

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বরিশাল জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বরিশাল জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন |নয়া দিগন্ত

নানা আয়োজনের মধ্যে দিয়ে বরিশালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষে বিকেলে বরিশাল নগরীর ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় সমাবেশ ও র‌্যালি করে বরিশাল জেলা ও মহানগর বিএনপি।

এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক র‌্যালি বের হয়। যা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় থেকে মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মো: মজিবর রহমান সরোয়ারের উদ্যোগে একটি র‌্যালি বের হয়।

এছাড়াও নগরীর বটতলা এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বাধীন সাবেক বিএনপি নেতারা।

এ সময় বক্তারা বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র হলে তার জবাব রাজপথেই দেয়া হবে।’

আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সকল নেতাকর্মীকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান নেতারা।