বিয়ানীবাজারে কারখানা মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার

পলিথিনের কারখানা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে পুলিশ।

বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
নয়া দিগন্ত

সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে একটি পলিথিনের কারখানা থেকে মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আবু তাহের (৬০) নেত্রকোনা জেলার মদন উপজেলার বাসিন্দা। তবে প্রায় ৩০ বছর ধরে তিনি বিয়ানীবাজার পৌরশহরে বসবাস করেন।

পুলিশ জানায়, স্থানীয় আজির মার্কেটের কাছে লন্ডন ম্যানশনের পাঁচ তলা বাসার নিচতলায় তিনি পলিথিন এবং প্যাকেটজাত পণ্যের কারখানা পরিচালনা করতেন। আজ বেলা ১১টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে কারখানায় ঢোকেন। পরে দুপুরে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার জানান, পারিবারিক বিরোধ অথবা টাকা-পয়সা সংক্রান্ত লেনদেনের কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করতে পারেন। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।