‘ন্যায়বিচার ও মানবিক সমাজ বিনির্মাণে কাজ করছে জামায়াতে ইসলামী’

আমরা সমাজের যেকোনো মানবিক উদ্যোগে শুধু সমর্থন নয়, সক্রিয়ভাবে সহযোগিতা করবো। অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাবো, ইনশাআল্লাহ।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. মো: ফখরুদ্দিন মানিক
শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. মো: ফখরুদ্দিন মানিক |নয়া দিগন্ত

সামাজিক ন্যায়বিচার ও মানবিক সমাজ বিনির্মাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. মো: ফখরুদ্দিন মানিক।

তিনি বলেন, ‘মহান আল্লাহ আমাদের সৃষ্টির সেরার মর্যাদা দিয়েছেন। এর মূল দায়িত্ব মানবতার সেবা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা। সবাই যদি কল্যাণকর কাজে সহযোগিতা এবং অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে দায়িত্বশীল হন, তবে সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব।’

আজ শুক্রবার ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্লাহপুরে মনোয়ারা-মোতালেব ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় কবর খননকারী টিমকে বিশেষ পুরস্কার এবং সাধারণ মানুষের মাঝে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুদ্দিন মানিক বলেন, ‘আমরা সমাজের যেকোনো মানবিক উদ্যোগে শুধু সমর্থন নয়, সক্রিয়ভাবে সহযোগিতা করবো। অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাবো, ইনশাআল্লাহ।’ একইসাথে তিনি জনগণের ভোট ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।

কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং ইকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তর মিরপুর দক্ষিণ থানার সভাপতি নুর মো: রাসেল, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইব্রাহীম খলিল, জামায়াত নেতা জাকির হোসেন শিমুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।