ভূরুঙ্গামারীতে লাইসেন্স নবায়ন না করায় ২ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

লাইসেন্স নবায়ন না করে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করার অভিযোগে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Kurigram
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা |নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্স নবায়ন না করে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করার অভিযোগে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সিলগালা করে।

সিলগালা করে দেয়া ডায়াগনস্টিক সেন্টার দুটি হলো- আপডেট ডায়াগনস্টিক সেন্টার ও জনসেবা ডায়াগনস্টিক সেন্টার।

এ সময় কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা: স্বপন কুমার বিশ্বাস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েমসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা: স্বপন কুমার বিশ্বাস বলেন, ‘ডায়াগনস্টিক সেন্টার দুটি দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন না করে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তাদের বারবার লাইসেন্স নবায়ন করতে বলা হলেও তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে লাইসেন্স নবায়ন করা থেকে বিরত ছিল।’

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র বলেন, ‘ডায়াগনস্টিক সেন্টার দুটিকে সতর্ক করতে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। সেইসাথে ডায়াগনেস্টিক সেন্টার দুটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে।’