জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ ইসলামী দলের উদ্যোগে আগামী ৩০ নভেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে এ সমাবেশ।
সমাবেশ সফলভাবে সম্পন্ন করতে প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে সমাবেশস্থল পরিদর্শন করেন জোটের নেতারা।
এসময় নেতৃবৃন্দ বলেন, ‘বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ক্ষমতায় দেখতে চান। ইসলামী জোট জনমানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো এক কাতারে দাঁড়িয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে একসাথে কাজ করছে। ৩০ নভেম্বরের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ।’
সমাবেশস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, সেক্রেটারি ও সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব গোলাম মুর্তুজা, রাজশাহী মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা হোসাইন আহমদ, রাজশাহী জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, রাজশাহী-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন, রাজশাহী-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, রাজশাহী-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা: আব্দুল বারী সরদার প্রমুখ।



