ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পর নারীর লাশ উদ্ধার

স্বজন ও এলাকাবাসীর ধারণা, স্বর্ণালংকারের জন্যই ওই নারীকে খুন করা হয়েছে।

Location :

Jhalokati
নিখোঁজ নারীর লাশ উদ্ধারের পর উৎসুক জনতার ভিড়
নিখোঁজ নারীর লাশ উদ্ধারের পর উৎসুক জনতার ভিড় |নয়া দিগন্ত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির শহরে নিখোঁজের ৮ ঘণ্টা পর নিলুফা ইয়াসমিন নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে জেলার সুগন্ধা নদীর পাশের নতুন চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নিলুফা ইয়াসমিন ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাতে এশার নামাজ পড়ে প্রতিদিনের মতো প্রতিবেশীদের বাসায় যাওয়ার জন্য বের হন নিলুফা। এরপর থেকে তিনি নিখোঁজ হন। ভোরে ঘরের সামনে সুগন্ধা নদীর ঘাটে তার লাশ দেখতে পান এলাকাবাসীরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে। তবে ওই নারীর কানে থাকা স্বর্ণের দুল ও নাকফুল পাওয়া যায়নি। নাকেও রক্তের দাগ দেখা গেছে।

স্বজন ও এলাকাবাসীর ধারণা, স্বর্ণালংকারের জন্যই ওই নারীকে খুন করা হয়েছে।

পুলিশ সুপার মো: মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো: বেলায়েত হোসেন জানান, ময়নাতদন্তসহ আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।