শিবির সভাপতি জাহিদুল ইসলাম

একটি গোষ্ঠী আদর্শিকভাবে না পেরে প্রোপাগান্ডা দিয়ে মোকাবেলা করতে চায়

‘হাজারো শহীদের রক্ত দানের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখতে হবে। কোনো অবস্থায় ফ্যাসিবাদী শক্তি যেন মাথাচাড়া দিতে না পারে সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে। শহীদদের কাঙ্ক্ষিত লক্ষ অর্জনে প্রয়োজন হলে আমরা আবারো জীবন দেব।’

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
শিবির সভাপতি জাহিদুল ইসলাম
শিবির সভাপতি জাহিদুল ইসলাম |নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘একটি গোষ্ঠী আমাদের আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে প্রোপাগান্ডা দিয়ে মোকাবেলা করতে চায়। তাতে তারা কোনো দিন সফল হবে না। অতীতের ন্যায় ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে তারা।’

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টার দিকে সোনাগাজীর তাকিয়া বাজার ওসমানীয়া মাদরাসা অডিটোরিয়ামে ঈদ প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘বিভিন্নভাবে তারা মানুষকে বিভ্রান্ত করে আমাদের ট্যাগ লাগিয়ে দিতে চায়। যেমনিভাবে ১৪ শ’ বছর আগে নবী, রাসূল ও সাহাবাদের ট্যাগ লাগানোর চেষ্টা করা হয়েছিল।’

শিবির নেতা বলেন, ‘ছাত্রশিবির এমন একটি সংগঠন যেখানে তৃণমূলের একজন কর্মী থেকে শুরু করে বড় নেতারাও জীবন দিতে দ্বিধাবোধ করে না। দেশকে ফ্যাসিজমমুক্ত করতে জুলাই-আগস্ট আন্দোলনে আমাদের অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছে। এদিকে ফ্যাসিজমমুক্ত হলেও দেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়নি। ছাত্রশিবির আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে কাজ চালিয়ে যাচ্ছে। তাই ছাত্রশিবির ছাত্রদের মাঝে নামাজের কথা বলে, ঈমানের কথা বলে, আল্লাহর ভয় সৃষ্টি করে সন্তুষ্টি অর্জনে সহায়তা করে।’

তিনি বলেন, ‘হাজারো শহীদের রক্ত দানের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখতে হবে। কোনো অবস্থায় ফ্যাসিবাদী শক্তি যেন মাথাচাড়া দিতে না পারে সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে। শহীদদের কাঙ্ক্ষিত লক্ষ অর্জনে প্রয়োজন হলে আমরা আবারো জীবন দেব।’

ফেনী জেলা সভাপতি আবু হানিফ হেলালের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমাম হোসেন আরমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক খালেদ মাহমুদ, সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা আমির মুফতি আব্দুল হান্নান, সোনাগাজী উপজেলা আমির মাওলানা মো: মোস্তফা প্রমুখ।