বড়াইগ্রামে বিএনপি-জাপার অর্ধ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

এ সময় সত্যের পথ থেকে কেউ তাকে সরাতে পারবে না দাবি করে তিনি সবাইকে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

Location :

Baraigram
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বড়াইগ্রামের বিএনপি-জাপার অর্ধ শতাধিক নেতাকর্মী
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বড়াইগ্রামের বিএনপি-জাপার অর্ধ শতাধিক নেতাকর্মী |ছবি : নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে বিএনপি ও জাতীয় পার্টির অর্ধ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

রোববার (৯ নভেম্বর) রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি বাজারে আয়োজিত এক উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

উঠান বৈঠকে গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমির মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, গোপালপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কুতুবউদ্দিন, জামায়াত নেতা ফিরোজ হোসেন ও শাহিন হোসেন।

পরে প্রধান অতিথি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবর আলী বাবু ও জাতীয় পার্টির নেতা নাজমুল হোসেন খানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেয়া অর্ধ শতাধিক নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় জামায়াতে যোগ দেয়া প্রসঙ্গে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবর আলী বাবু বলেন, ‘ইসলামী আদর্শ প্রতিষ্ঠাই সমাজ পরিবর্তনের একমাত্র পথ। জামায়াত সে দায়িত্বই পালন করে যাচ্ছে। তাছাড়া জামায়াতের নেতাকর্মীরা যে কথা দেয় সেটা রক্ষা করে, এটা আমি অন্য কোনো দলে পাইনি। এজন্য আমি জামায়াতে যোগ দিয়েছি। জামায়াতে যোগ দেয়া ঠেকাতে আমাকে নানাভাবে হুমকি দেয়া হয়েছে।’

এ সময় সত্যের পথ থেকে কেউ তাকে সরাতে পারবে না দাবি করে তিনি সবাইকে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।